বন্ধু রে, তুই বৃষ্টির মাঝে রোদের পূর্বাভাস ইট-পাথরের এই শহরে তুই যে দূর্বাঘাস বন্ধু রে, তুই কালো রাতে আলো মাখা ভোর মন খারাপের একলা ঘরে তুই ভীষণ আদর তোর শিয়রে সন্ধ্যা ভোরে কাটছে যে দিন রাত হাত বাড়ানোর আগেই যে পাই, বন্ধু রে, তোর হাত বন্ধু রে, তোর হাত ♪ অবুঝ আমার ইচ্ছেগুলো তোর বুকেও বন্দি মুহূর্তরা থমকে দাঁড়ায় দেখে এমন সন্ধি অবুঝ আমার ইচ্ছেগুলো তোর বুকেও বন্দি মুহূর্তরা থমকে দাঁড়ায় দেখে এমন সন্ধি তোর নরমে খুব গরমে বৃষ্টি-ধারাপাত হাত বাড়ানোর আগেই যে পাই, বন্ধু রে, তোর হাত বন্ধু রে, তোর হাত ♪ আমার সকল রক্তকণার সঙ্গী শুধুই তুই হৃদয়ের সব তন্ত্রি দিয়ে, বন্ধু, তোকেই ছুঁই আমার সকল রক্তকণার সঙ্গী শুধুই তুই হৃদয়ের সব তন্ত্রি দিয়ে, বন্ধু, তোকেই ছুঁই তোর উঠোনে খুব গোপনে সাজাই জ্যোৎস্না রাত হাত বাড়ানোর আগেই যে পাই, বন্ধু রে, তোর হাত হাত বাড়ানোর আগেই যে পাই, বন্ধু রে, তোর হাত বন্ধু রে, তোর হাত