Arghya Sen - Oi Mohasindhuro Opar Hote şarkı sözleri
Sanatçı:
Arghya Sen
albüm: Arghya
ওই মহাসিন্ধুর ওপার থেকে কী সঙ্গীত ভেসে আসে
ওই মহাসিন্ধুর ওপার-
কে ডাকে মধুর তানে, কাতর প্রাণে
আয়, চলে আয়
ওরে, আয়, চলে আয় আমার পাশে
মহাসিন্ধুর ওপার থেকে কী সঙ্গীত ভেসে আসে
ওই মহাসিন্ধুর ওপার-
বলে আয় রে ছুটে, আয় রে ত্বরা
বলে আয় রে ছুটে, আয় রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা
বলে আয় রে ছুটে, আয় রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা
হেথা বাতাস গীতি-গন্ধভরা
বাতাস, হেথা বাতাস
হেথা বাতাস গীতি-গন্ধভরা
চির-স্নিগ্ধ মধুমাসে
হেথা চির-শ্যামল বসুন্ধরা
চির-জ্যোৎস্না নীল আকাশে
মহাসিন্ধুর ওপার থেকে কী সঙ্গীত ভেসে আসে
ওই মহাসিন্ধুর ওপার-
কেন ভুতের বোঝা বহিস পিছে
ভুতের বেগার খেটে মরিস মিছে
ভুতের বোঝা বহিস পিছে
ভুতের বেগার খেটে মরিস মিছে
সেথা দেখ ওই সুধাসিন্ধু উছলিছে
পূর্ণ ইন্দু পরকাশে
দেখ ওই সুধাসিন্ধু উছলিছে
পূর্ণ ইন্দু পরকাশে
ভুতের বোঝা ফেলে ঘরের ছেলে
আয়, চলে আয় আমার পাশে
ওই মহাসিন্ধুর ওপার-
কেন কারাগৃহে আছিস বন্ধ
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ
কেন কারাগৃহে আছিস বন্ধ
ওরে, ওরে মূঢ়, ওরে অন্ধ
ভবের সেই সে পরমানন্দ
সেই, ভবের সেই
ভবের সে পরমানন্দ, যে আমারে ভালবাসে
কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে
মহাসিন্ধুর ওপার থেকে কী সঙ্গীত ভেসে আসে
ওই মহাসিন্ধুর ওপার-
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri