তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে, নুপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
প্রেম-অধীরা কন্ঠ-মদিরা
প্রেম-অধীরা কন্ঠ-মদিরা
প্রেম-অধীরা কন্ঠ মদিরা
পরান-পাত্রে এ মধু-রাত্রে ঢালো গো
পরান-পাত্রে এ মধু-রাত্রে ঢালো গো
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
মোহন রাগ-রাগিণী
ওগো নব-অনুরাগিণী
তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
♪
মম শোণিত-স্রোতে বহিবে গান
লহরে লহরে উঠিবে তান
শোণিত-স্রোতে বহিবে গান
লহরে লহরে উঠিবে তান
শিহরি উঠিবে অবশ প্রাণ
শিহরি উঠিবে অবশ প্রাণ
রিনি রিনি রিনি রিনি
শুনি তব পদ-গুঞ্জন, জগত-শ্রবণ-রঞ্জন
শুনি তব পদ-গুঞ্জন, জগত-শ্রবণ-রঞ্জন
আপন হরষে, আপন পরশে
আপন হরষে, আপন পরশে
তব চরণ-মন্ত্র পরান-যন্ত্রে বাজিবে
চরণ-মন্ত্র পরান-যন্ত্রে বাজিবে
সুখস্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে
সুখস্মৃতিগুলি আমারে ঘিরিয়া নাচিবে
রিনিকি রিনিকি রিনি রিনি
ওগো পরান-বিলাসিনী
তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
প্রেম অধীরা কন্ঠ মদিরা
প্রেম অধীরা কন্ঠ মদিরা
পরান-পাত্রে এ মধু-রাতে ঢালো গো
পরান-পাত্রে এ মধু রাতে-ঢালো গো
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
নয়নে চরণে বসনে ভূষণে গাহো গো
মোহন রাগ-রাগিনী
ওগো নব অনুরাগিনী
তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
তুমি মধুর অঙ্গে, নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে
ঝিনিক ঝিনিক ঝিনিক
ঝিনিক ঝিনিক ঝিনিক
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri