Arghya Sen - Pagla Montare Tui Bandh şarkı sözleri
Sanatçı:
Arghya Sen
albüm: Arghya
পাগলা মনটারে তুই বাঁধ
পাগলা মনটারে তুই বাঁধ
কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে ফাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
শীতল বায়ে আসলে নিশি
তুই কেন রে হোস উদাসী
শীতল বায়ে আসলে নিশি
তুই কেন রে হোস উদাসী
ওরে নীল আকাশে, নীল আকাশে
অমন করে হেসেই থাকে চাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
সংসারেতে উঠলে হাসি
পাগলা, তুই শুনিস রে ব্রজের বাঁশি
সংসারেতে উঠলে হাসি
পাগলা, তুই শুনিস রে ব্রজের বাঁশি
ওরে ভাবিস কি তুই সবই গোকুল
সবই কালাচাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
কতই পেলি ভালোবাসা
তবু না তোর মেটে আশা
কতই পেলি ভালোবাসা
তবু না তোর মেটে আশা
এবার তুই একলা ঘরে
তুই একলা ঘরে
নয়ন ভরে কাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে ফাঁদ
পাগলা মনটারে তুই বাঁধ
পাগলা মনটারে তুই বাঁধ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri