Kishore Kumar Hits

Laisa Ahmed Lisa - Sundor Hridiranjon Tumi şarkı sözleri

Sanatçı: Laisa Ahmed Lisa

albüm: Sundor Hridiranjon Tumi


সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার
তুমি অনন্ত নববসন্ত অন্তরে আমার
তুমি অনন্ত নববসন্ত অন্তরে আমার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার

নীল অম্বর চুম্বননত, চরণে ধরণী মুগ্ধ নিয়ত
নীল অম্বর চুম্বননত, চরণে ধরণী মুগ্ধ নিয়ত
অঞ্চল ঘেরি সঙ্গীত যত গুঞ্জরে শতবার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার

ঝলকিছে কত ইন্দুকিরণ, পুলকিছে ফুলগন্ধ
ঝলকিছে কত ইন্দুকিরণ, পুলকিছে ফুলগন্ধ
চরণভঙ্গ ললিত অঙ্গে চমকে চকিত ছন্দ
ছিঁড়ি মর্মের শত বন্ধন
তোমা পানে ধায় যত ক্রন্দন
ছিঁড়ি মর্মের শত বন্ধন
তোমা পানে ধায় যত ক্রন্দন
লহো হৃদয়ের ফুলচন্দন বন্দন উপহার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার
তুমি অনন্ত নববসন্ত অন্তরে আমার
তুমি অনন্ত নববসন্ত অন্তরে আমার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার
সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar