Kishore Kumar Hits

Mita Haque - Bodhuya Nid Nahi Akhipate şarkı sözleri

Sanatçı: Mita Haque

albüm: Bodhuya Nid Nahi Akhipate


বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে
আমিও একাকী, তুমিও একাকী
আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে

ডাকিছে দাদুরী মিলনতিয়াসে
ঝিল্লি ডাকিছে উল্লাসে
পল্লীর বধু বিরহী বঁধুরে
মধুর মিলনে সম্ভাষে
আমারো যে সাধ বরষার রাত
কাটাই নাথের সাথে
নিদ নাহি আঁখিপাতে

গগনে বাদল, নয়নে বাদল
জীবনে বাদল ছাইয়া
এসো হে আমার বাদলের বঁধু
চাতকিনী আছে চাহিয়া
গগনে বাদল, নয়নে বাদল
জীবনে বাদল ছাইয়া
এসো হে আমার বাদলের বঁধু
চাতকিনী আছে চাহিয়া

কাঁদিছে রজনী তোমার লাগিয়া
সজনী তোমার জাগিয়া
কোন অভিমানে হে নিঠুর নাথ
এখনো আমারে ত্যাগিয়া
এ জীবন ভার হয়েছে অবহ
সঁপিব তোমার হাতে
নিদ নাহি আঁখিপাতে
আমিও একাকী, তুমিও একাকী
আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar