বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে
আমিও একাকী, তুমিও একাকী
আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে
♪
ডাকিছে দাদুরী মিলনতিয়াসে
ঝিল্লি ডাকিছে উল্লাসে
পল্লীর বধু বিরহী বঁধুরে
মধুর মিলনে সম্ভাষে
আমারো যে সাধ বরষার রাত
কাটাই নাথের সাথে
নিদ নাহি আঁখিপাতে
♪
গগনে বাদল, নয়নে বাদল
জীবনে বাদল ছাইয়া
এসো হে আমার বাদলের বঁধু
চাতকিনী আছে চাহিয়া
গগনে বাদল, নয়নে বাদল
জীবনে বাদল ছাইয়া
এসো হে আমার বাদলের বঁধু
চাতকিনী আছে চাহিয়া
♪
কাঁদিছে রজনী তোমার লাগিয়া
সজনী তোমার জাগিয়া
কোন অভিমানে হে নিঠুর নাথ
এখনো আমারে ত্যাগিয়া
এ জীবন ভার হয়েছে অবহ
সঁপিব তোমার হাতে
নিদ নাহি আঁখিপাতে
আমিও একাকী, তুমিও একাকী
আজি এ বাদল রাতে
নিদ নাহি আঁখিপাতে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri