Kishore Kumar Hits

Mita Haque - Ogo Nithur Darodi şarkı sözleri

Sanatçı: Mita Haque

albüm: Ogo Nithur Darodi


ওগো নিঠুর দরদী
এ কি খেলছ অনুক্ষণ
ওগো নিঠুর দরদী
এ কি খেলছ অনুক্ষণ
তোমার কাঁটায় ভরা বন
তোমার কাঁটায় ভরা বন
তোমার প্রেমে ভরা মন
তোমার কাঁটায় ভরা বন
তোমার প্রেমে ভরা মন
ওগো নিঠুর দরদী
এ কি খেলছ অনুক্ষণ

মিছে দাও কাঁটার ব্যথা
সহিতে না পার তা
মিছে দাও কাঁটার ব্যথা
সহিতে না পার তা
আমার আঁখিজল ওগো
আমার আঁখিজল
আমার আঁখিজল তোমায় করে গো চঞ্চল
ওগো নয় বুঝি বৃথা আমার অশ্রুবরিষন
ওগো নিঠুর দরদী
এ কি খেলছ অনুক্ষণ

ডাকিলে কও না কথা
কি নিঠুর নীরবতা
ডাকিলে কও না কথা
কি নিঠুর নীরবতা
তুমি আবার ফিরে চাও, বল
"ওগো শুনে যাও"
তুমি আবার ফিরে চাও, বল
"ওগো শুনে যাও"
তোমার সাথে আছে আমার অনেক কথন
ওগো তোমার সাথে আছে আমার অনেক কথন
ওগো নিঠুর দরদী
এ কি খেলছ অনুক্ষণ
ওগো নিঠুর দরদী
এ কি খেলছ অনুক্ষণ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar