প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
কঠিনে মেশে না সে
মেশে যে সে তরল হলে
মেশে যে সে তরল হলে
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
♪
অবিরাম হয়ে নত
চলে যাও নদীর মতো
অবিরাম হয়ে নত
চলে যাও নদীর মতো
কল কলে অবিরত
কল কলে অবিরত
"জয় জগদীশ" বলে
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
♪
সে জলে নাইবে যারা
থাকবে না মৃত্যু-জরা
পানে পিপাসা যাবে
ময়লা যাবে ধুলে
পানে পিপাসা যাবে
ময়লা যাবে ধুলে
যারা সাঁতার ভুলে নামতে পারে
তাদের টেনে নে যাও একেবারে
সাঁতার ভুলে নামতে পারে
তাদের টেনে নে যাও একেবারে
ভেসে যাও, ভাসিয়ে নে যাও
ভেসে যাও, ভাসিয়ে নে যাও
সেই পরিণাম
সেই পরিণাম সিন্ধু-জলে
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
কঠিনে মেশে না সে
মেশে যে সে তরল হলে
মেশে যে সে তরল হলে
জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
প্রেমে জল হয়ে যাও গলে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri