Chandrani Banerjee - Amaye Bhashaili Re şarkı sözleri
Sanatçı:
Chandrani Banerjee
albüm: Amaye Bhashaili Re
আথালিপাথালি আমার মুখ
ও, আমার মনেতে নাই সুখ রে
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
♪
কূল নাই, কিনার নাই, নাই রে দরিয়ার পাড়ি
কূল নাই, কিনার নাই, নাই রে দরিয়ার পাড়ি
তুমি সাবধানে চালাইয়ো মাঝি আমার ভাঙা তরী রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
♪
তোর নামের ভরসা কইরে তরী দিলাম ছেড়ে
তোর নামের ভরসা কইরে তরী দিলাম ছেড়ে
ও, একবার হাইল ধইরা বইসো, গুরু
হাইল ধইরা বইসো, গুরু, ভাঙা নদীর পাড়ে রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
♪
পানসা জলের সাঁই ভাসায়ে সাগরের বানে
ও, আমি জীবনের ভেলা ভাসাইলাম
জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তারে জানে রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri