Kishore Kumar Hits

Chandrani Banerjee - Jodi Prem Dile Na Prane şarkı sözleri

Sanatçı: Chandrani Banerjee

albüm: Jodi Prem Dile Na Prane


যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে
এমন গানে গানে?
যদি প্রেম দিলে না প্রাণে
কেন তারার মালা গাঁথা
কেন ফুলের শয়ন পাতা
কেন দখিন-হাওয়া গোপন কথা
জানায় কানে কানে?
যদি প্রেম দিলে না প্রাণে
যদি প্রেম দিলে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায়
এ মুখের পানে?
যদি প্রেম দিলে না প্রাণে
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল-হেন
তরী সেই সাগরে ভাসায় যাহার
কূল সে নাহি জানে?
যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে
এমন গানে গানে?
যদি প্রেম দিলে না প্রাণে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar