Metrolife - Voboghure Novoshchor şarkı sözleri
Sanatçı:
Metrolife
albüm: Voboghure Novoshchor
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্ণিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্ণিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
♪
বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ
মুখোমুখি যেন ভুবনের দুই পাখি
আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ?
অপলকভাবে চলো আজ চেয়ে থাকি
বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ
মুখোমুখি যেন ভুবনের দুই পাখি
আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ?
অপলকভাবে চলো আজ চেয়ে থাকি
আকাশবন্দি সীমানায় ডানা মেলে
শুণ্যে নিশানা এঁকে খুঁজে ফিরি বাসা
কার্নিশে তুলে রেখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে মিশে থাক ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
♪
চলো দু'জনে খড়কুটো করি জড়ো
হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর
বুকের গভীরে প্রেম রেখে যাবো আরও
হাতে হাত রেখে ভেবো না আমিও পর
চলো দু'জনে খড়কুটো করি জড়ো
হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর
বুকের গভীরে প্রেম রেখে যাবো আরও
হাতে হাত রেখে ভেবো না আমিও পর
ব্যস্ত শহরে নিয়নের বাতি যখন
তোমার প্রিয় আঁধারেই ফিরে আসা
কার্নিশ জুড়ে আনন্দ অনাবিল
সন্ধ্যার বাসে ছুটে চলা ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri