Kishore Kumar Hits

Oblique - Aloron şarkı sözleri

Sanatçı: Oblique

albüm: Aloron


অনেক ছাপশূন্য ভোর হতে দেখেছি
আমার রাজপথে অনেকজন একসাথে
রঙবিছিন্ন ট্রাফিক বাতির আলোয়
আঁকড়ে ধরে রেখেছি জানালাটাকে
আমাদের দেয়ালে ঘড়ি করে চলে
আবেগমুক্ত অসময়গুলো গননা
সকালের মৃদু শীতে
শিশির বিন্দু নিয়ে পদচারনা

আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো

তোমার চুপচাপ মনের চিৎকার
আমরাও শুনি কষ্টে হাসো যখন
ছায়ারা সরবে না, জেনো, যখন তখন
আরম্ভের ডাক, তুমি নির্বাক
তোমার চেতনার অবাধ্য সম্মোহন
সামনে তাকাবার সময় হবে কখন?
তোমার আশার গানে বসুক তোমারই সুর
কেন চোখেতে শঙ্কা এমন?
দুর্বোধ্য গল্পতে আসুক আলোড়ন
আলোর মিছিলে করো বিচরণ
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো
আমাদের সাথে হাঁটতে পারো
স্বপ্ন তুমি দেখতেই পারো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar