সময়ের দু ধাপের মাঝে স্বপ্নের কৃত্রিম রঙিন পথ আড়াল করে রও তুমি (স্বর্গের পারে) বায়ুশূন্য এ পথ শব্দে ঘুরে শব্দে, আলোর পথে চলে সীমানা তার আজও পিছু ফিরে ♪ চোখেরই আড়ালে এখনে-সেখানে ছায়াপথে মিশে যাবে দুঃখ-বেদনা, মনে শত ভাবনা নিজেই হারিয়ে যাবে আড়ালে লুকাও তুমি কীসের ভয়? ♪ শব্দে ঘুরে শব্দে, আলোর পথে চলে সীমানা তার আজও পিছু ফিরে তারার সাগরে আজও কালো মিশে সীমানা তার আজও পিছু ফিরে