নিত্য জীবন চোখ খুলে দেখ, মেঘ ঘুঁচে গেছে দুঃখ দুর্দশা সব মুছে গেছে অন্ধকার ঠেলে আসছে আলো। অন্যায় ও দুর্নীতি, গোরামী, রীতিনীতি সরছে অন্ধবিশ্বাসের ভয় ভীতি মনুষত্ব, সাম্যের জয় হল। স্বপ্ন সত্যি হবে নয় মরীচিকা আর হেঁটে যাব, সময় এখন এগুবার। এই আমাদের নিত্য জীবন এই আমাদের বাস্তবতা স্বপ্ন একদিন সত্যি হবে এটাই আমার শেষ ইচ্ছা। এই আমাদের নিত্য জীবন এই আমাদের বাস্তবতা স্বপ্ন একদিন সত্যি হবে এটাই আমার শেষ ইচ্ছা। অপ্রাপ্তির বেদনা প্রশ্নবিদ্ধ করে রাখে স্বপ্ন পূরণের পথ রুদ্ধ করে রাখে আদর্শ নিয়ে সংশয়, হয় যদি পরাজয় তবে পরে গিয়ে, সাহস নিয়ে কে দাড়াবে স্বপ্ন সত্যি হবে নয় মরীচিকা আর হেঁটে যাব, সময় এখন এগুবার। এই আমাদের নিত্য জীবন এই আমাদের বাস্তবতা স্বপ্ন একদিন সত্যি হবে এটাই আমার শেষ ইচ্ছা। এই আমাদের নিত্য জীবন এই আমাদের বাস্তবতা স্বপ্ন একদিন সত্যি হবে এটাই আমার শেষ ইচ্ছা।