মধ্যরাত
আলোর অভাব
অন্ধকার, অসার
ঘুম নেই চোখে আমার
টিক টিক
শব্দ ঘড়ির কাঁটার
মনটা কেন বেজার
ঘুম নেই চোখে আমার
আজ কেন অশান্ত মন
অতৃপ্ত অবচেতন
কেন অন্ধকারের আবর্তন
আজ কেন আমি দিশেহারা
অস্তিত্বে ঘুণ ধরা
কেন আজ আমি আত্মহারা
♪
ঝিঁঝিঁ পোকারা
শব্দে মাতে বারান্দায়
হঠাৎ ট্রেন ছুটে যায়
গন্তব্যের তাড়নায়
রাতের পুলিশ
জোরে হেঁটে শীস বাজায়
গলিতে, মহল্লায়
চেনা পথে ঘুরে বেড়ায়
আজ কেন অশান্ত মন
অতৃপ্ত অবচেতন
কেন অন্ধকারের আবর্তন
আজ কেন আমি দিশেহারা
অস্তিত্বে ঘুণ ধরা
কেন আজ আমি আত্মহারা
বুকটা ফেটে যায়
জানি কার অপেক্ষায়
কিছু জানি না
কিছু বুঝি না
বুকটা ফেটে যায়
জানি কার অপেক্ষায়
কিছু জানি না
কিছু বুঝি না
♪
আজ কেন অশান্ত মন
অতৃপ্ত অবচেতন
কেন অন্ধকারের আবর্তন
আজ কেন আমি দিশেহারা
অস্তিত্বে ঘুণ ধরা
কেন আজ আমি আত্মহারা
আজ কেন অশান্ত মন
অতৃপ্ত অবচেতন
কেন অন্ধকারের আবর্তন
আজ কেন আমি দিশেহারা
অস্তিত্বে ঘুণ ধরা
কেন আজ আমি আত্মহারা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri