Liquid State Drive - Barud şarkı sözleri
Sanatçı:
Liquid State Drive
albüm: Tomar Itihash
আকাশের তারাগুলো পাঠিয়ে
কি প্রমাণিত হলো?
অস্তিত্ব নাকি সূচনা আরম্ভ?
নাকি আমার, সবার ধ্বংস?
আকাশের দিকে তাকিয়ে
মাটিকে চুম্বন করে
চেয়ে দেখো এই নীল-সবুজের মিশ্রণ
লুকিয়ে ঢেকে গেছে
বারুদ বেরিয়ে পড়বে পৃথিবীতে
তোমার দাবার ঘোড়া-সৈন্য নই
নই কোন পুতুল ঘরের সদস্য
অস্তিত্বের ছাপ সব মস্তিষ্কের অন্তরে
কিভাবে এত দৃঢ় মিথ্যা ঠাই পেল?
সত্য আজ প্রতি ভাষায় প্রকাশ পায়
রক্তের কালিতে পাতায় পাতায়
আমাদেরকে যুদ্ধের কথা বলেছিলে
জেগে ওঠো, আমার মন জয় করো
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri