Kishore Kumar Hits

Saheb Chattopadhyay - Tumi Sondhyaaro Meghomala şarkı sözleri

Sanatçı: Saheb Chattopadhyay

albüm: Tumi Amari


তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা
তুমি আমারই, তুমি আমারই
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা

মম হৃদয়রক্তরাগে
তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে
মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারই, তুমি আমারই
মম বিজনজীবনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা

মম মোহের স্বপন অঞ্জন
তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ি মুগ্ধনয়ন বিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে
দিয়েছি জড়ায়ে দিয়েছি জড়ায়ে
তুমি আমারই, তুমি আমারই
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar