Kishore Kumar Hits

Savvy - Ami Tor şarkı sözleri

Sanatçı: Savvy

albüm: Raavan


চল নিয়ে যাবো তোকে
সেই মায়াবী দেশে সাজবি আবিরে
চল নিয়ে যাবো তোকে
আয় না ঝর্ণা হয়ে ভাসবি আদরে
জানবে ঠিক এই হাওয়া, এই শহর
আজ থেকে তুই আমার, আমি তোর
জানবে ঠিক এই হাওয়া, এই শহর
আজ থেকে তুই আমার, আমি তোর
চল নিয়ে যাবো তোকে
সেই মায়াবী দেশে সাজবি আবিরে

কত কিছুই বলি চোখে
সুতো ছাড়া বাঁধি তোকে
সিঁদুরে রাঙিয়ে দেবো কথামতো
বাহারে ছড়িয়ে দেবো কলি যত
একসাথে হোক শুরু এই শপথ
আজ থেকে তুই আমার, আমি তোর
জানবে ঠিক এই হাওয়া, এই শহর
আজ থেকে তুই আমার, আমি তোর

রুপকথারাও ঈর্ষা করে
ডাকিস যখন নামটা ধরে
দু'জনে পেরিয়ে যাবো অনেক ঝড়ও
কখনো পাখিই হবে আমারদেরও
সঙ্গে থাক সবসময়, আট-প্রহর
আজ থেকে তুই আমার, আমি তোর
জানবে ঠিক এই হাওয়া, এই শহর
আজ থেকে তুই আমার, আমি তোর

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar