তোকে দেখে সরাসরি প্রেমে হলো পড়াপড়ি তোকে দেখে সরাসরি হলো প্রেমে পড়াপড়ি আন্দাজে ছিলনা জানিয়ে হলো না অসময়ের অঘটন কাকে যে কি বলি কেন যে বানালি আমাকে তুই যে আপন লোনলি ভেরি লোনলি তোকে ছাড়া আমি ভেরি লোনলি কোন পাড়া তোর কোন গলি তোকে ছাড়া আমি ভেরি লোনলি মন মাতাল তোর নেশায় জানান দিলো তারারা হোক সকাল হোক বিকেল বাসবো ভালো সারা রাত মন মাতাল তোর নেশায় জানান দিলো তারারা হোক সকাল হোক বিকেল বাসবো ভালো সারা রাত আমায় না জানিয়ে কখনো যাবি না চোখের সামনে থেকে কিছুতো কথাতে প্রেমের কবিতাতে মরেছি তোকে দেখি লোনলি ভেরি লোনলি তোকে ছাড়া আমি ভেরি লোনলি কোন পাড়া তোর কোন গলি তোকে ছাড়া আমি ভেরি লোনলি চল পালায় এক্ষুনি সবার নজর এড়িয়ে দার্জিলিং ফুলসেলিং কোথাও এসে বেড়িয়ে চল পালায় এক্ষুনি সবার নজর এড়িয়ে দার্জিলিং ফুলসেলিং কোথাও এসে বেড়িয়ে আমাকে ডোবালি আমারে ভাসালি আকুল দরিয়ায় এমন কাকে যে কি বলি কেন যে দেখালি আমাকে দিন এমন লোনলি ভেরি লোনলি তোকে ছাড়া আমি ভেরি লোনলি কোন পাড়া তোর কোন গলি তোকে ছাড়া আমি ভেরি লোনলি