Adity Mohsin - Anandadhara şarkı sözleri
Sanatçı:
Adity Mohsin
albüm: Anandadhara
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃতরস
উথলি যায় অনন্ত গগনে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃতরস
উথলি যায় অনন্ত গগনে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে।
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri