তারা রারা রাম পাম, তারা রারা রাম পাম তারা রারা রাম পাম পাম পাম পাম তারা রারা, পাম পাম তারা রারা তারা রারা রারা রাম পাম ♪ অজানাকে হলো জানা খাঁচার পাখি মেলল ডানা অসীম নীল আকাশে হারিয়ে যেতে নেই মানা তারা রারা রাম পাম, তারা রারা রাম পাম তারা রারা রাম পাম পাম পাম পাম তারা রারা, পাম পাম তারা রারা তারা রারা রারা রাম পাম হারিয়ে যেতে নেই মানা ♪ এলাম আমি এ কোন দেশে পাহাড় যেথায় আকাশে মেশে নীল নীল ওই ঝিলের জলে মন যে মোর ভেসে চলে মেঘেরা সব ছড়িয়ে চাদর সাজিয়েছে যেন বাসর আকাশে শামিয়ানা হারিয়ে যেতে নেই মানা তারা রারা রাম পাম, তারা রারা রাম পাম তারা রারা রাম পাম পাম পাম পাম তারা রারা, পাম পাম তারা রারা তারা রারা রারা রাম পাম হারিয়ে যেতে নেই মানা ♪ পাহাড়ের ওই বাঁকে বাঁকে পথ গিয়েছে এঁকেবেঁকে পটে আঁকা যেন ছবি কেড়ে নিয়ে নিলো সবই চলো না ঐ পথটি ধরে চলে যাব অচিনপুরে রইবে না ঠিকানা হারিয়ে যেতে নেই মানা তারা রারা রাম পাম, তারা রারা রাম পাম তারা রারা রাম পাম পাম পাম পাম তারা রারা, পাম পাম তারা রারা তারা রারা রারা রাম পাম হারিয়ে যেতে নেই মানা ♪ হারিয়ে যেতে নেই মানা ♪ হারিয়ে যেতে নেই মানা