চাঁদ উঠেছে, ফুল উঠেছে
কদমতলায় কে?
♪
আগুনের গোলা, তুই Coca-Cola
বুলবুলি ধান খেয়ে যায়, আমি পাবো কী?
চোখ মারে টুকি বে-পাড়ার খুকি
শরমের মাথা খেয়ে কোমর বেঁধেছি
মন উড়ে উড়ে যাবে, কেউ ক্যালালে ক্যালাবে
মা কালীর দিব্যি, ভালোবেসেছি
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে?
শাহরুখ শাহরুখ মনটারে তুই পাগল করে দে
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে?
শাহরুখ শাহরুখ মনটারে তুই পাগল করে দে
♪
ঝালমুড়ি, ফুচকা আর humpy খাবো
তোকে নিয়ে আমি দীঘা যাবো
হবি তুই জলপরী, তাই আমি ডুবে মরি
Case খেলেও কেষ্ট হবো
আরে, আয়নাতে কেষ্ট তুই মুখ দেখে আয়
আমাকে সহজে কি পাওয়া যায়?
আমি তো ক্যাটরিনা, কথাতে ভুলছি না
যতই পড়িস না তুই পায়ে
হায়, মন উড়ে উড়ে যাবে, কেউ ক্যালালে ক্যালাবে
মা কালীর দিব্যি, ভালোবেসেছি
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে?
চু কিত কিত খেলতে গিয়ে কেষ্ট ফেঁসেছে
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে?
চু কিত কিত খেলতে গিয়ে কেষ্ট ফেঁসেছে
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে?
শাহরুখ শাহরুখ মনটারে তুই পাগল করে দে
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে?
শাহরুখ শাহরুখ মনটারে তুই পাগল করে দে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri