খাচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়
কেমনে আসে যায়
খাচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
আট কুঠুরি নয় দরজাটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা ।।
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে
খাচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায় ।।
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়
কেমনে আসে যায়
খাচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
পাখি কেমনে আসে যায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri