মেঘ জমে আছে মন কোণে তুমি এলেনা বলে বৃষ্টিও পড়েনি বিষাদ হাসে আনমনে আমি বসে ভাবি জোনাকির সাথে তারা জ্বলে মাঝরাতে আমি বসে ভাবি জোনাকির সাথে তারা জ্বলে মাঝরাতে স্মৃতিগুলো আসে শরতের কাশে এলোমেলো নিঃশ্বাসে তুমি এলেনা বলে বৃষ্টিও পড়েনি বিষাদ হাসে আনমনে মেঘ জমে আছে মন কোণে কারা যেন আসে প্রতি মাঝরাতে অচেনা লাগে মুখগুলো ঘুম ভেঙে উঠে মৃত্যুকে বুঝে এই জীবন থমকালো তুমি এলেনা, তুমি এলেনা বলে বৃষ্টিও পড়েনি বিষাদ হাসে আনমনে মেঘ জমে আছে মন কোণে মেঘ জমে আছে মন কোণে তুমি এলেনা বলে বৃষ্টিও পড়েনি বিষাদ হাসে আনমনে মেঘ জমে আছে মন কোণে