Kishore Kumar Hits

Tapan Sinha - Jagey Na Ei Mon şarkı sözleri

Sanatçı: Tapan Sinha

albüm: Ami Noi


জাগে না, জাগে না এই মন অন্য গানে
জাগে না, জাগে না এই মন অন্য গানে
কেন যে তোমার সুরে সব ফিরিয়ে আনে
কেন যে তোমার সুরে সব ফিরিয়ে আনে
জাগে না, জাগে না এই মন অন্য গানে
জাগে না, জাগে না এই মন অন্য গানে

মনের অতলে ছিল অনেক কথা
কিছু স্মৃতি, কিছু সুখ, কিছুটা ব্যথা
মনের অতলে ছিল অনেক কথা
কিছু স্মৃতি, কিছু সুখ, কিছুটা ব্যথা
কাঁদায় কেন বুকের ভিতর
কে বা জানে, কে বা জানে
কেন যে তোমার সুরে সব ফিরিয়ে আনে
কেন যে তোমার সুরে সব ফিরিয়ে আনে
জাগে না, জাগে না এই মন অন্য গানে
জাগে না, জাগে না এই মন অন্য গানে

এখন তোমার গানে, তোমাকে দেখা
যাবো সুরে, যাবো দূরে, যাবো কি একা
এখন তোমার গানে, তোমাকে দেখা
যাবো সুরে, যাবো দূরে, যাবো কি একা
এখন তোমার গানে, তোমাকে দেখা
যাবো সুরে, যাবো দূরে, যাবো কি একা
জীবন-মরণ ফেলেছে আমায়
এই দোটানে, এই দোটানে
কেন যে তোমার সুরে সব ফিরিয়ে আনে
কেন যে তোমার সুরে সব ফিরিয়ে আনে
জাগে না, জাগে না এই মন অন্য গানে
জাগে না, জাগে না এই মন অন্য গানে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar