Kishore Kumar Hits

Monir Khan - Maa Jononi şarkı sözleri

Sanatçı: Monir Khan

albüm: Maa Jononi


"মা" শব্দটি ভীষণ স্পর্শকাতর
আদর, স্নেহ, মমতা, ভালোবাসা প্রতিটি সন্তানের জন্য বড্ড প্রয়োজন
ইচ্ছাকৃত না হলেও পরিস্থিতিগত কারণে
অনেক সন্তানরাই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়
আমরা যেন কখনো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে হতভাগা না হই
এই গানটি সেই হতভাগা সন্তানদের সতর্ক এবং নিজেকে শুধরে নেওয়ার জন্য

মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে
আমারই গান এই দুনিয়ার সেই সন্তানদের তরে
মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে
আমারই গান এই দুনিয়ার সেই সন্তানদের তরে
হও তুমি ভাই যে মায়ের সন্তান
হও তুমি ভাই যে মায়ের সন্তান
দিয়ো না কষ্ট, ও ভাই, মায়ের অন্তরে
দিয়ো না দুঃখ, ও ভাই, মায়ের অন্তরে
মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে
আমারই গান এই দুনিয়ার সেই সন্তানদের তরে

ভুবন-আলো দেখান যে মা জীবন বাজি ধরে
মায়ের অভাব বোঝে সে জন মা নাই যার ঘরে
ও, ভুবন-আলো দেখান যে মা জীবন বাজি ধরে
মায়ের অভাব বোঝে সে জন মা নাই যার ঘরে
তাই থাকতে মায়ের করো সেবা, ভাই
থাকতে মায়ের করো সেবা, ভাই
মায়ের মনটা ভরিয়ে দাও যতন আর আদরে
দিয়ো না কষ্ট, ও ভাই, মায়ের অন্তরে
মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে
আমারই গান এই দুনিয়ার সেই সন্তানদের তরে

মা জননী জ্যান্ত খোদা, বেহেস্ত মায়ের পায়ে
বেঁচে থাকতে ব্যথার আঁচড় দিয়ো না মায়ের গায়ে
ও, মা জননী জ্যান্ত খোদা, বেহেস্ত মায়ের পায়ে
বেঁচে থাকতে ব্যথার আঁচড় দিয়ো না মায়ের গায়ে
ওরে, মায়ের কষ্টে আল্লাহ নারাজ, ভাই
মায়ের কষ্টে আল্লাহ নারাজ, ভাই
মন্দির-কাবা হয় না বড়ো মায়ের উপরে
দিয়ো না দুঃখ, ও ভাই, মায়ের অন্তরে
মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে
আমারই গান এই দুনিয়ার সেই সন্তানদের তরে
হও তুমি ভাই যে মায়ের সন্তান
হও তুমি ভাই যে মায়ের সন্তান
দিয়ো না কষ্ট, ও ভাই, মায়ের অন্তরে
দিয়ো না দুঃখ, ও ভাই, মায়ের অন্তরে
মা জননী আজও বেঁচে আছেন যাদের ঘরে
আমারই গান এই দুনিয়ার সেই সন্তানদের তরে
ও মা
ও মা
ও মাগো মা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar