Kishore Kumar Hits

Monir Khan - Keno Bidhi Jonom Dila şarkı sözleri

Sanatçı: Monir Khan

albüm: Keno Bidhi Jonom Dila


কেন, বিধি, জনম দিলা?
কেন এই ভবে আনিলা?
কেন, বিধি, জনম দিলা?
কেন এই ভবে আনিলা
দুঃখ দিতে কলিজায়?
জন্ম ছাড়া দুঃখ দেয়ার নাই কি গো উপায়?
ও আল্লাহ, জন্ম ছাড়া দুঃখ দেয়ার নাই কি গো উপায়?
কেন, বিধি, জনম দিলা?
কেন এই ভবে আনিলা?

তোমার ইচ্ছায় সব যদি হয়, তুমি তো সব জানো
দুঃখ যেথায় সেথায় তুমি আমাকে কেন টানো?
তোমার ইচ্ছায় সব যদি হয়, তুমি তো সব জানো
দুঃখ যেথায় সেথায় তুমি আমাকে কেন টানো?
দু'চোখ ভরা স্বপন দিলা, ভেঙে দিলা বেদনায়
জন্ম ছাড়া দুঃখ দেয়ার নাই কি গো উপায়?
ও আল্লাহ, জন্ম ছাড়া দুঃখ দেয়ার নাই কি গো উপায়?
কেন, বিধি, জনম দিলা?
কেন এই ভবে আনিলা?

তোমার কাছে রেখেই যদি দুঃখ আমায় দিতে
হৃদয় ভাঙার নতুন ব্যথা হইতো না গো পেতে
তোমার কাছে রেখেই যদি দুঃখ আমায় দিতে
হৃদয় ভাঙার নতুন ব্যথা হইতো না গো পেতে
ভালোবাসার আশা দিলা, ভাঙলা নিঠুর ছলনায়
জন্ম ছাড়া দুঃখ দেয়ার নাই কি গো উপায়?
জন্ম ছাড়া দুঃখ দেয়ার নাই কি গো উপায়?
কেন, বিধি, জনম দিলা?
কেন এই ভবে আনিলা?
কেন, বিধি, জনম দিলা?
কেন এই ভবে আনিলা
দুঃখ দিতে কলিজায়?
জন্ম ছাড়া দুঃখ দেয়ার নাই কি গো উপায়?
ও আল্লাহ, জন্ম ছাড়া দুঃখ দেয়ার নাই কি গো উপায়?
কেন, বিধি, জনম দিলা?
কেন এই ভবে আনিলা?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar