Kishore Kumar Hits

Monir Khan - Valobese Hoilo Nare Ghor Badha l Monir Khan l Bangla Song şarkı sözleri

Sanatçı: Monir Khan

albüm: Valobese Hoilo Nare Ghor Badha l Monir Khan l Bangla Song


ভালোবেসে হইলো না রে ঘর বাঁধা
জনম জনম থাকবে দুটি মন বাঁধা
ভালোবেসে হইলো না রে ঘর বাঁধা
জনম জনম থাকবে দুটি মন বাঁধা
ভালোবাসার মনবাগানে
ভালোবাসার মনবাগানে ফুটলো না রে ফুল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল

ভালোবাসা হয় রে যদি স্বর্গ থেকে আসা
সমাজেরই মানুষ কেন ভাঙে ভালোবাসা?
ওরে, ভালোবাসা হয় রে যদি স্বর্গ থেকে আসা
সমাজেরই মানুষ কেন ভাঙে ভালোবাসা?
ভালোবাসার সাজা, হায় রে
ভালোবাসার সাজা, হায় রে, ভাঙে জীবনকুল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল

মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান যদি হয়
মনের ব্যথা বুঝলে সমাজ ভাঙতো না হৃদয়
ওরে, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান যদি হয়
মনের ব্যথা বুঝলে সমাজ ভাঙতো না হৃদয়
তারপরেও ভাঙলো না ভুল
তারপরেও ভাঙলো না ভুল করে গণ্ডগোল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল
ভালোবেসে হইলো না রে ঘর বাঁধা
জনম জনম থাকবে দুটি মন বাঁধা
ভালোবাসার মনবাগানে
ভালোবাসার মনবাগানে ফুটলো না রে ফুল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল
সমাজেরই চোখে ছিল ভালোবাসা ভুল

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar