Kishore Kumar Hits

Debojyoti Mishra - Tomra Ekhono Ki şarkı sözleri

Sanatçı: Debojyoti Mishra

albüm: Meghnadbodh Rohoshyo (Original Motion Picture Soundtrack)


তোমরা এখনও কি ঘুমের মধ্যে জেগে
তারার মিছিল দেখো আকাশের গায়ে?
গানের সঙ্গে হাঁটো বহুদূর, দূর পথ
সময়ের ঝড় ঠেলে শ্রান্ত পায়ে?
ভাঙা ছাদ-কার্নিশে, পুরোনো বার্নিশে
যে ব্যথা লেগে আছে, তাকে কি ফেরাও?
যে ডাক শুনেছিলে, পথেই পথ চেনা
সে কবি ঘুমিয়ে গেলে তাকে কি জাগাও?
তোমরা এখনও কি (তোমরা এখনও কি)
ঘুমের মধ্যে জেগে? (ঘুমের মধ্যে জেগে?)

বারুদ গন্ধের সেই যে গলিপথ
যেখানে ছেড়ে গেছে বন্ধুটির হাত
যেখানে রক্তের শুকনো দাগ আজও
আবছা লেগে থাকে অন্তহীন রাত
বারুদ পুড়েছিল, সেই যে গলিপথ
যেখানে ছেড়ে গেছে ভীরু সে হাত
তাকে কি মনে পড়ে বেলা ও অবেলায়?
হয়তো জেগে থাকা শূন্য রাত
এখন কালবেলা (এখন কালবেলা)
নদীরা পুড়ছে আজও
তবুও আগুন নাকি উষ্ণ নয়
কেউ তো রাখেনি কথা, রাখার কথা কি ছিল?
কথারা প্রলাপ গায় শহরময়
তোমরা এখনও কি পলাশ ফুটলে পথে
চমকে দাঁড়িয়ে ভাবো দিনবদল?
আবছা অক্ষর পুরোনো ডায়েরিতে
হন্যে হয়ে খোঁজো কার আদল?
তোমরা আজও কি পথে?
তোমরা আজও কি গাও?
তোমরা আজও কি ভাবো?
তোমরা আজও কি জাগো?
তোমরা আজও কি চাও?
তোমরা আজও কি-

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar