আলো জ্বালো কেউ হিমবাহগুলো থেকে উঁকি মারা চোখ ধাঁধা সকালের মতো আলো জ্বালো ঠিক বালিয়াড়ি পুড়ে যাওয়া ছেঁড়াখোঁড়া হৃদয়ের দগদগে ক্ষত আলো জ্বালো কেউ পর্দায় গালিচায় রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত স্বেদ রক্তিম গেলাসে তরমুজ মদ তোমার নগ্ন নির্জন হাত তোমার নগ্ন নির্জন হাত আলো জ্বালো কোন দাবানল মনে হাওয়া সোনাঝরা শৈশবের পদ্মের হাসি আলো জ্বালো, আলো জ্বালো গভীর হাওয়ার রাত ছিল কাল অসংখ্য নক্ষত্রের রাত যে রূপসীদের আমি অ্যাসিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি কাল তারা অতি দূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্শা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন ♪ আলো জ্বালো কেউ হিমবাহগুলো থেকে উঁকি মারা চোখ ধাঁধা সকালের মতো আলো জ্বালো, আলো জ্বালো