কারো বাকাঁ হাসি, ছেড়ে আসা অপমান কারো সন্দেহে প্রশ্ন আর ভালবাসার প্রমান কারো বাকাঁ হাসি, ছেড়ে আসা অপমান কারো সন্দেহে প্রশ্ন আর ভালবাসার প্রমান যখন আমি নিস্তব্ধ একা অবাক হয়ে, যখন আমি নিস্চুপ একা পিছু ফিরে কাল্পনিক কবিতা বাস্তবিক বর্তমান সজ্জায় হারিয়ে থাকে শুধু অভিমান হারিয়ে শৈশব খুঁজে ফেরা বাস্তব খেলা শেষে মনে হয় হারিয়ে শৈশব খুঁজে ফেরা বাস্তব মনে হয় এসব বুঝি কিছু নয় যখন আমি নিস্তব্ধ একা অবাক হয়ে, যখন আমি নিস্চুপ একা পিছু ফিরে কাল্পনিক কবিতা বাস্তবিক বর্তমান সজ্জায় হারিয়ে থাকে শুধু অভিমান কারো ভালবাসা স্পর্শে চুপচাপ বসে থাকা কিছুক্ষণ কারো অবহেলায় ছুড়ে ফেলা এই মন, মনে হয় এসব বুঝি কিছু নয় যখন আমি নিস্তব্ধ একা অবাক হয়ে, যখন আমি নিস্চুপ একা পিছু ফিরে কাল্পনিক কবিতা বাস্তবিক বর্তমান সজ্জায় হারিয়ে... কাল্পনিক কবিতা বাস্তবিক বর্তমান সজ্জায় হারিয়ে থাকে শুধু অভিমান