Rumi - Piya şarkı sözleri
Sanatçı:
Rumi
albüm: Tar Chera
পিয়া, ও ও ও
মনে পড়ে গো তোরে বুকের পাঁজরে, পিয়া
মনে পড়ে গো তোরে আজও প্রেমের ঘোরে, পিয়া
মনে পড়ে গো তোরে বুকের পাঁজরে, পিয়া
মনে পড়ে গো তোরে আজও প্রেমের ঘোরে, পিয়া
কী রাত, কী আজান ভোরে
ঘুমাই না কতকাল ধরে
কী রাত, কী আজান ভোরে
ঘুমাই না কতকাল ধরে
মনে পড়ে গো তোরে বুকের পাঁজরে, পিয়া
মনে পড়ে গো তোরে আজও প্রেমের ঘোরে, পিয়া
♪
ভুলিবো কেমনে সন্ধ্যার লগনে মাখামাখি দুই হিয়া
ভুলিবো কেমনে কী পোড়া কারণে প্রণয় গেল মরিয়া
কী জ্বলন জ্বলে রে বুকের এপাশ দিয়া
কী বেদন বাজে রে বুকের এপাশ দিয়া
মনে পড়ে গো তোরে বুকের পাঁজরে, পিয়া
মনে পড়ে গো তোরে আজও প্রেমের ঘোরে, পিয়া
♪
আধপোড়া অভিমান বোঝে না পিছুটান
ওরে মন ভাঙানিয়া
পাঁজরের অবশেষ, আছ তুমি কি বেশ
ওরে মন ভাঙানিয়া
কী গলন গলে রে পাথর-চক্ষু দিয়া
কী খেলন খেলে রে বিধি আমাকে নিয়া
মনে পড়ে গো তোরে বুকের পাঁজরে, পিয়া
মনে পড়ে গো তোরে আজও প্রেমের ঘোরে, পিয়া
কী রাত, কী আজান ভোরে
ঘুমাই না কতকাল ধরে
মনে পড়ে গো তোরে বুকের পাঁজরে, পিয়া
মনে পড়ে গো তোরে আজও প্রেমের ঘোরে, পিয়া
মনে পড়ে গো তোরে বুকের পাঁজরে, পিয়া
মনে পড়ে গো তোরে আজও প্রেমের ঘোরে, পিয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri