Rumi - Poran Bondu şarkı sözleri
Sanatçı:
Rumi
albüm: Kanar Hat
পরানবন্ধু রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
পরানবন্ধু রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
♪
কাঁদার সাথে জলের পিরিত
কী শোভা দেখায়
রাইতের সাথে চান্দের পিরিত
কী আলো ছড়ায়
কাঁদার সাথে জলের পিরিত
কী শোভা দেখায়
রাইতের সাথে চান্দের পিরিত
কী আলো ছড়ায়
তোর সাথে মোর পিরিতি, বন্ধু
কেন সইলো না রে?
পরানবন্ধু রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
পরানবন্ধু রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
♪
আন্ধারে হায় মন বিকাইলাম
কী ফল দিলা?
চিরজনম দুঃখ সইলাম
নিজেরে বিকাইলাম, বন্ধু
নিজেরে বিকাইলাম
মরম বাইন্ধা দিলাম আমি
কী ভুল করিয়া
চইলা গেলি কোন পাপেতে
কিছু না বলিয়া
মরম বাইন্ধা দিলাম আমি
কী ভুল করিয়া
চইলা গেলি কোন পাপেতে
কিছু না বলিয়া
কী অনলে পোড়াইয়া গেলি
কারে কইমু রে?
পরানবন্ধু রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
পরানবন্ধু রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
ভালোবাইসাও তোর মন পাইলাম না রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri