Kishore Kumar Hits

Rumi - Oshomoye Bashi şarkı sözleri

Sanatçı: Rumi

albüm: Kanar Hat


অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে
আমি সইতে না'রি, কইতে না'রি
জ্বালা সহে না আমার অন্তরে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে

আমি এক তো অবলা বালা
সহে না বিরহ জ্বালা
আরও জ্বালা ঘরের ভিতরে, বন্ধু রে
আরও জ্বালা ঘরের ভিতরে
আমার শাশুড়ি-ননদি, তারাই হইলো বাদি
আমার শাশুড়ি-ননদি, তারাই হইলো বাদি
কেমনে থাকি গো আর ঘরে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে

যখন আমি ঘুমে থাকি, তোমাকে স্বপনে দেখি
নিদ্রা ভঙ্গ হয় আচম্বিতে, বন্ধু রে
নিদ্রা ভঙ্গ হয় আচম্বিতে
তখন না হেরিয়া চন্দ্রমুখ বিদরিয়া যায় বুক
তখন না হেরিয়া চন্দ্রমুখ বিদরিয়া যায় বুক
নয়ন ভাসে আঁখিনীরে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে

কী সুরে বাঁশি বাজাইয়া পোড়াইলি আমার হিয়া
দিবানিশি জ্বলে ঘুসেঘুসে, বন্ধু রে
দিবানিশি জ্বলে ঘুসেঘুসে
তুমি শুনো ওহে চিকন কালা, আর বাঁশি বাজাইয়ো না
তুমি শুনো ওহে চিকন কালা, আর বাঁশি বাজাইয়ো না
সঙ্গে সাথী করে নাও মোরে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে
আমি সইতে না'রি, কইতে না'রি
জ্বালা সহে না আমার অন্তরে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে
অসময়ে বাঁশি বাজায় কে রে
পরান আমার বাইরাম-বাইরাম করে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar