আমি ভাবি যারে পাই না গো তারে সে যেন কতই দূরে আমি ভাবি যারে পাই না গো তারে সে যেন কতই দূরে আমি দ্যাশ-বিদ্যাশে ঘুরিয়া বেড়়াই আমি দ্যাশ-বিদ্যাশে ঘুরিয়া বেড়়াই কেবল তার কথাটি মনে রে করে সে যেন কতই দূরে আমি ভাবি যারে পাই না গো তারে সে যেন কতই দূরে ♪ আমার আশায় আশায় জনম রে গেল তার সঙ্গে না আমার দেখা হলো আমি একা রইলাম পড়়ে আমার এমন বান্ধব আর কে আছে রে আরে, আমার এমন আর কে আছে রে আমায় কে দিবে তার সন্ধান রে করে সে যেন কতই দূরে আমি ভাবি যারে পাই না গো তারে সে যেন কতই দূরে ♪ কে আমার হইয়ারে সখা দেখাইবে আমার প্রাণসখা আমি প্রাণ দেবো সঁই তারে আমার এ রূপ-যৌবন দিয়া রে আরে, আমার এ রূপ-যৌবন দিয়া রে আমি চেয়ে থাকব তার রূপনেহারে সে যেন কতই দূরে আমি ভাবি যারে পাই না গো তারে সে যেন কতই দূরে আমি দ্যাশ-বিদ্যাশে ঘুরিয়া বেড়়াই আরে, আমি দ্যাশ-বিদ্যাশে ঘুরিয়া বেড়়াই কেবল তার কথাটি মনে রে করে সে যেন কতই দূরে সে যেন কতই দূরে সে যেন কতই দূরে সে যেন কতই দূরে