বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
হাসন রাজায় বন্দে ছাড়া
হাসন রাজায় বন্দে ছাড়া কাউরে না গছে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
♪
হাসন রাজার বন্দে নাচে
দেখিয়া চমক লাগে
হাসন রাজার বন্দে নাচে
দেখিয়া চমক লাগে
তোর ছাতিতে তেড়া লাগায়
তোর ছাতিতে তেড়া লাগায়
হাসন রাজার মতে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
♪
হাসন রাজার দিলে জানে
প্রাণবন্ধুয়ার কইছে মনে
হাসন রাজা দিলে জানে
প্রাণবন্ধুয়ার কইছে মনে
আল্লাহ-আল্লাহ হাসন রাজা
আল্লাহ-আল্লাহ হাসন রাজায় মনে মনে লইছে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
♪
মাবুদ আল্লায় তুলে লইয়া
হাসন রাজায় রইছে বইয়া
মাবুদ আল্লায় তুলে লইয়া
হাসন রাজায় রইছে বইয়া
আল্লাহতে মিশিয়া নাম
আল্লাহতে মিশিয়া নাম
হাসন রাজায় কইছে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
হাসন রাজায় বন্দে ছাড়া
হাসন রাজায় বন্দে ছাড়া কাউরে না গছে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
বন্দে নাচে রে
বন্দে নাচে রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri