Kishore Kumar Hits

Sayatya and Friends - Choupahari şarkı sözleri

Sanatçı: Sayatya and Friends

albüm: Choupahari


চৌপাহাড়ী, চৌপাহাড়ী, চৌপাহাড়ী
চৌপাহাড়ী
এখানে বার বার আসতে পারি
চৌপাহাড়ী
এখানে বার বার আসতে পারি
বোলপুর থেকে আধঘন্টা পথ
হয় যদি মন ভারী
কৃষ্ণচূড়ায় ভরে লালে লাল
সর্ষের খেত আর শাল পিয়াল
রঙে আর গন্ধে মন ভোলালো
সোনাঝুরি সারি সারি।
চৌপাহাড়ী, চৌপাহাড়ী, চৌপাহাড়ী
চৌপাহাড়ী, চৌপাহাড়ী, চৌপাহাড়ী
ঘুম ভাঙে
পাখিদের কলতানে
অলস সকালগুলো কাটে
সোনালী ঝর্ণার স্নানে
দুপুরবেলা
কুমড়ো ফুলের বড়া
ডাল দিয়ে খেতে লাগে ভালো
আবার ঘুমের পালা
দীঘির জলে দেব ডুব
সেরে যাবে সব অসুখ
এমনই তো বলে দারোন্দার দিদিমা
সেরে গেছিলো তার হাঁপের কাশি
চৌপাহাড়ী, চৌপাহাড়ী, চৌপাহাড়ী
বিকেল থেকে
সন্ধের তোড়জোড়
আয়োজন হয়েছে
গানের আসর আর মহাভোজ।
কেউ যাবে হাটে
কেউ কাঠ কুড়োবে
সেই আগুনে সেঁকে নেবো হাত
আর মন জুড়োবে।
এখানে শ্রেনিবিচার নয়
কোনো ধর্মের বিভেদ নয়
সকলে মিলেমিশে চলি একসাথে
কখনো ভাব, কখনো আড়ি
চৌপাহাড়ী
এখানে বার বার আসতে পারি
চৌপাহাড়ী
এখানেই মনের বাড়ি
জানো কি এমন কোনো কল্পপুর?
চলো, নিয়ে যেতে পারি
শহুরে আদবকায়দায়গুলো
ফেলে এসো লাগুক ধুলো
গানে আর গল্পে কিছুটা সময়
কেটে যাবে তাড়াতাড়ি।
চৌপাহাড়ী, চৌপাহাড়ী, চৌপাহাড়ী
চলো
চৌপাহাড়ী, চৌপাহাড়ী, চৌপা হাড়ী

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar