Kishore Kumar Hits

Sayatya and Friends - Tintin şarkı sözleri

Sanatçı: Sayatya and Friends

albüm: Tintin


আমাদের ছাদে, কোন পূর্নিমা রাতে,
ঘুমকাতুরে কুট্টুস তোলে হাই
টিনটিন বলে এসো আমার সাথে
লালসাদা রকেটে চাদে উড়ে যাই
লম্বা সফরের, সময় নেই হাতে
এই দৈনিক ব্যস্ততায়,
আজ হবে না, যাবো অন্য কোন দিন
রোজ রাতে চাঁদ ছোট হতে থাকে,
চুপিচুপি বুড়ো হয়ে যায় কোন ফাঁকে
ছাদের কোনে একা দাঁড়িয়ে টিনটিন
ল্যাবকোট,দাড়ি একমাথা টাক নিয়ে
ফুটপাথে বসে আকিঁবুকি কাটে রোজ
ঘুম নেই তার, নেই অবসর,
বেলা পড়ে এলো, সূত্রের নেই খোজ
মিরাকিউরলে সারে সবকিছু, সারেনা বিষন্নতা
গবেষণা বাকি এখনো অনেক তার
সুখের খোঁজে ছুটছে সবাই, ছুটছে ঘড়ির কাটা
লড়াই চালায় শংকু প্রফেসার
সুর লাগে না, বাজে না যে ঢোল,
গলা গেছে ভেঙে, হাতে নেই জোর,
গুপি বাঘা বাড়ি বসে দেখে সিরিয়াল
ফেলে রেখে এসে ফাঁকা নীরব আসর
আমাদের নেই কোন ভূতের রাজা,
আমাদের নেই এক, দুই, তিন বর
আছে খালি আমাদের ঝকঝকে নিরাপদ গান
মগজধোলাই যদি হয় তবু ক্ষতি কি
লাভ নেই বেশি ভেবে, হবে কাতর
তার চেয়ে এসো বলি হীরকের রাজা ভগবান
চায়ের দোকানে, একা একা আনমনে
ফেলুদা হঠাৎ চারমিনার ধরায়
কিছুতেই হচ্ছে না রহস্যভেদ আর
মগজ দামী বেশি, নাকি হৃদয়?
তোপসেটা চলে গেছে অন্য শহরে
লালমোহনের নেই কোন খবর
একে একে কেন হারিয়ে যায় সবাই?
জানো নাকি এই প্রশ্নের উত্তর?
আমি শুধু জানি, বড় হতে গিয়ে
গলা ভাঙে, মন ভাঙে, প্রেম ভাঙে রোজ
ভাঙতে ভাঙতে গড়ে ওঠে নদীর দুপার,
তদন্ত চলছে বহুদিন ধরে,
ভাঙাগড়া খেলার নিয়মের খোঁজ
এভাবেই অবিরাম লেখা হয় গল্প সবার

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar