Kishore Kumar Hits

Sayatya and Friends - Hey Rojoni şarkı sözleri

Sanatçı: Sayatya and Friends

albüm: Hey Rojoni


তারা'রা সারারাত কাল
খুঁজেছে এক সকাল,
পায়নি কোথাও হদিশ।
তারাই এইবার,
পার হয়ে বিরস আঁধার,
পেল নীল দিগন্তে ম্যাজিক।
গভীর অন্ধকারে ঘোর,
শীতঘুমে শুয়ে থাকে ভোর,
চাই সোনার কাঠি।
জাদু পরশে তার জেনো,
কালোরাত কাটে এখনো
এখনো দিগন্তে ম্যাজিক।
তাই হে রজনী, তোমার অদূর বিপ্লবে,
তোমার নিকষ আঁধারে, আমি রাজি।
হে রজনী, তোমার দুহাত ধরে আজ,
ফিরবে মাটির গন্ধরাজ, আমি রাজি।
তারা'রা সারারাত কাল
খুঁজেছে এক সকাল,
পায়নি কোথাও হদিশ।
তারাই এইবার,
পার হয়ে বিরস আঁধার,
পেল নীল দিগন্তে ম্যাজিক।
গভীর অন্ধকারে ঘোর,
শীতঘুমে শুয়ে থাকে ভোর,
চাই সোনার কাঠি।
জাদু পরশে তার জেনো,
কালোরাত কাটে এখনো
এখনো দিগন্তে ম্যাজিক।
তাই হে রজনী, তোমার অদূর বিপ্লবে,
তোমার নিকষ আঁধারে, আমি রাজি।
হে রজনী, তোমার দুহাত ধরে আজ,
ফিরবে মাটির গন্ধরাজ, আমি রাজি।
হে রজনী, তোমার অদূর বিপ্লবে,
তোমার নিকষ আঁধারে, আমি রাজি।
হে রজনী, তোমার দুহাত ধরে আজ,
ফিরবে মাটির গন্ধরাজ, আমি রাজি।
হে রাত্রি, তোমার অদূর বিপ্লবে,
তোমার আকাশ আঁধারে, আমি রাজি।
হে রাত্রি, তোমার দুহাত ধরে আজ,
ফিরবে মাটির গন্ধরাজ, আমি রাজি।
হে রজনী, তোমার অদূর বিপ্লবে,
তোমার নিকষ আঁধারে, আমি রাজি।
হে রজনী, তোমার দুহাত ধরে আজ,
ফিরবে মাটির গন্ধরাজ, আমি রাজি।

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar