শ্রাবণের গগনের গায়
♪
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়
শ্রাবণের গগনের গায়
♪
তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি
তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি
সঙ্গোপনে ধৈরজ যায় যে টুটে, হায়
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়
শ্রাবণের গগনের গায়
♪
যেমন বরষাধারায় অরণ্য আপনা হারায়
যেমন বরষাধারায় অরণ্য আপনা হারায়
বারে বারে ঘন রস-আবরণে
তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি
তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি
নিবিড় ধারে আনন্দ-বরিষণে, হায়
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে, হায়
শ্রাবণের গগনের গায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri