চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে মরু পথ ধু-ধু বালি যায় সরে, যায় সরে অভিযান পথ চিনে নেবে ঠিক কোন খানে আরো এক গান গাওয়া অক্ষরে অক্ষরে চল গান ভেসে ভেসে সব ছেড়ে, সব ছেড়ে ফুরোবে আঁধার এ জীবন একাকার হবে আলো আর গানে মিশে দুর্গম পথ তবু হাজার শপথ মিলে পাড়ি দেয় বিশ্বাসে ফুরোবে আঁধার এ জীবন একাকার হবে আলো আর গানে মিশে দুর্গম পথ তবু হাজার শপথ মিলে পাড়ি দেয় বিশ্বাসে হোকনা অকাল জানি সামনে সকাল দেখো রাত ঐ ফুরিয়ে আসে চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে মরু পথ ধু-ধু বালি যায় সরে, যায় সরে নেই অবকাশ পোড়ে হিসাব নিকাশ পথে মরু ঝড় দামাল হাওয়া সন্ধানী চোখ বলে যা হয় তা হোক স্বপ্নেরা আজ বেপরোয়া নেই অবকাশ পোড়ে হিসাব নিকাশ পথে মরু ঝড় দামাল হাওয়া সন্ধানী চোখ বলে যা হয় তা হোক স্বপ্নেরা আজ বেপরোয়া আজকের গান হবে ভোরের আযান ঐ আগামীর ইতিহাসে চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে মরু পথ ধু-ধু বালি যায় সরে, যায় সরে অভিযান পথ চিনে নেবে ঠিক কোন খানে আরো এক গান গাওয়া অক্ষরে অক্ষরে চল গান ভেসে ভেসে সব ছেড়ে, প্রান্তরে চল গান ভেসে ভেসে সব ছেড়ে, প্রান্তরে চল গান ভেসে ভেসে সব ছেড়ে, সব ছেড়ে মোঃ মুশফিকুজ্জামান রায়হান জঙ্গল বাঁধাল, যশোর।