তোমার অর্ধেক, দিন অর্ধেক রাত একটুখানি আলো তোমার অর্ধেক, দিন অর্ধেক রাত একটুখানি আলো অজস্ররা ঠোঁট চেনাতেও মানিয়ে ছিলে ভালো তোমার অর্ধেক, দিন অর্ধেক রাত একটুখানি আলো, আলো অজস্ররা ঠোঁট চেনাতেও মানিয়ে ছিলে ভালো আমার অর্ধেক ভুল, অর্ধেক শ্বাস একটা শীতলপাটি তবু ভাঙার আগে জাপটে ধরে তোমারই পথ হাঁটি এসো, বসো, ঠিক আগের মতই চাও ওই সন্ধ্যে নামার আগে আমার আলো জ্বালিয়ে দাও এসো, বসো, ঠিক আগের মতই চাও ওই সন্ধ্যে নামার আগে আমার আলো জ্বালিয়ে দাও ♪ তোমার সিঁড়ি ভাঙার গল্পগুলো বড্ড এলোমেলো শব্দ ভাঙার আগুন তো কেউ হাজার প্রদীপ জ্বেলো তোমার সিঁড়ি ভাঙার গল্পগুলো বড্ড এলোমেলো শব্দ ভাঙার আগুন তো কেউ হাজার প্রদীপ জ্বেলো আমার সিঁড়ি গড়ার গল্পগুলো সবই তোমার জানা উড়ে বেড়াও পাখির মতন কে করিবে মানা? এসো, বসো, ঠিক আগের মতই চাও ওই সন্ধ্যে নামার আগে আমার আলো জ্বালিয়ে দাও এসো, বসো, ঠিক আগের মতই চাও ওই সন্ধ্যে নামার আগে আমার আলো জ্বালিয়ে দাও ♪ আর এই আমাদের রুপকথা যার ওষ্ঠে তোমার বাসা মন ভাঙনের দেশে আমার নিত্য যাওয়া আসা আর এই আমাদের রুপকথা যার ওষ্ঠে তোমার বাসা মন ভাঙনের দেশে আমার নিত্য যাওয়া আসা তাই গল্প লিখি মন খারাপের গান বাঁধি ওই সুরে প্রেম হলো এক melancholy মোদের হৃদয়পুরে এসো, বসো, ঠিক আগের মতই চাও ওই সন্ধ্যে নামার আগে আমার আলো জ্বালিয়ে দাও এসো, বসো, ঠিক আগের মতই চাও ওই সন্ধ্যে নামার আগে আমার আলো জ্বালিয়ে দাও এসো, বসো, ঠিক আগের মতই চাও ওই সন্ধ্যে নামার আগে আমার আলো জ্বালিয়ে দাও