Kishore Kumar Hits

Barenya Saha - Tumi Amar Emoni Akjon - From "Anando Asru" şarkı sözleri

Sanatçı: Barenya Saha

albüm: Tumi Amar Emoni Akjon (From "Anando Asru")


তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
এক জনমে ভালোবাসা, এক জনমে কাছে আসা
এক জনমে ভালোবাসা, এক জনমে কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন

ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল
তবু পিপাসাতে আঁখি
তবু পিপাসাতে আঁখি হয় যে ছলোছল
হয় যে ছলোছল
তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ
বিরহে মরণ

তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
ভরবে না এ মন
ভরবে না এ মন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar