Barenya Saha - Tomake Chai şarkı sözleri
Sanatçı:
Barenya Saha
albüm: Tomake Chai
হাত রাখো এ হাতে প্রেমেরই অজুহাতে
মুছে দিয়ে জড়তা
চুপ কথা যেন আজ রুপকথা হয়ে যায়
ভাঙে যত নীরবতা
গোধূলী বেলায় তোমাকে তাই
কানে কানে বলতে চাই
তোমাকে চাই, তোমাকে চাই
চলো না দূরে হারিয়ে যাই
তোমাকে চাই, তোমাকে চাই
বেহিসেবি এ মনকে হারাই
হারাই...
বিকেলে মিঠে রোঁদে
ছড়িয়েছে ভালোবাসা
সঞ্চয়ে আছে রাখা
ছোট ছোট কত আশা
মন দেয়া নেয়া, কত চাওয়া পাওয়া
মিলেমিশে রঙিন গল্প হয়ে যায়
মন দেয়া নেয়া, কত চাওয়া পাওয়া
মিলেমিশে রঙিন গল্প হয়ে যায়
তোমাকে চাই, তোমাকে চাই
চলো না দূরে হারিয়ে যাই
তোমাকে চাই, তোমাকে চাই
বেহিসেবি এ মনকে হারাই
হারাই...
একমুঠো রোদ নিয়ে
উষ্ণতা দেবো তোমায়
বহুদূরের অজানা পথ
পাড়ি দেবো নিয়ে তোমায়
এইটুকু আশা, নিয়ে ভালোবাসা
রামধনু রঙে সাজাবো তোমায়
এইটুকু আশা, নিয়ে ভালোবাসা
রামধনু রঙে সাজাবো তোমায়
তোমাকে চাই, তোমাকে চাই
চলো না দূরে হারিয়ে যাই
তোমাকে চাই, তোমাকে চাই
বেহিসেবি এ মনকে হারাই
হারাই...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri