Debayan Banerjee - Khyapa şarkı sözleri
Sanatçı:
Debayan Banerjee
albüm: Srikanto
ধরিয়ে দে, দে রে পেয়ালা
মায়া গরল, কী রে ঢাল সুখে
জুড়িয়ে দিই, জুড়াই জ্বালা
সরিয়ে দিই এই ভার বুকে
বাজিয়ে যা
ওরে ও খ্যাপা
চালিয়ে যা
বলি ও খ্যাপা
হরি রে, মরি রে, মেরে দে
মেরে দে, ছেড়ে দে
এ শরীরে ছেড়ে দে
♪
যেভাবে রোদ মরে
মরেছি আমিও
মরেছি আমিও
মরেছি আমিও
♪
ধরিয়ে দে, দে রে পেয়ালা
মায়া গরল, কী রে ঢাল সুখে
জুড়িয়ে দিই, জুড়াই জ্বালা
সরিয়ে দিই এই ভার বুকে
♪
এভাবে কী লাভ নিতাই
পিরিতে যে সুখ নাই
বলো কী লাভ নিতাই
বলো নিতাই
এভাবে কী লাভ নিতাই
পিরিতে যে সুখ নাই
বলো কী লাভ নিতাই
বলো নিতাই
এভাবে কী লাভ-
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri