পায়ে পায়ে বেগ, ভালোবাসা মেঘ
ছুঁয়ে দিক, ছুঁয়ে দিক
আসমানে চল, তারাদের দল
ছুঁয়ে দিক, তোকে ছুঁয়ে দিক
বাড়ি-ঘর, ভারি জল
বালি ঝড়ে বইঠা ভাঙে
দেখো উড়ে আসে গাঙে মৌমাছি পাল
অল্প আঁচে গল্পগুলো
এই হাওয়াতে পাখনা ছুঁলো
দামাল, তবে নাকি বেসামাল
আলোতে চল, আরও আলোতে চল
মেলে ধরি আয় শামিয়ানা
এই মহাদেশ হবে এইখানে শেষ
আমাদের নেই নেই, নেই সীমানা
♪
রাত আসে নেমে, আমি তুমি
ঠোঁটে রেখে ঠোঁট, চোখ বুজে রই
এইবারে থেমে, আমি তুমি
সুখেদের ভিড়ে যন্ত্রণা হই
আরও প্রেম, আরও প্রেম
আলো কমে যাচ্ছে মানে
জোনাকিরা রাস্তা জানে মনপাহাড়ে
উল্টো স্রোতে পাখনাবাজি
তুই পোড়ালে পুড়তে রাজি
বারে, আর কত বাহারে
আলোতে চল, আরও আলোতে চল
মেলে ধরি আয় শামিয়ানা
এই মহাদেশ হবে এইখানে শেষ
আমাদের নেই নেই, নেই সীমানা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri