যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাবো না যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাবো না যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাবো না তোমার কথা শুনতে পাবো না যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাবো না ♪ যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্পকথা শোনাতে চায় যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্পকথা শোনাতে চায় আমি মাটির তলায় ঘর না বাঁধিলে আমি মাটির তলায় ঘর না বাঁধিলে তোমার জঠরগন্ধ পাবো না তোমার কথা শুনতে পাবো না যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাবো না আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি শরীর-আঁধারে মা জননী আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি শরীর-আঁধারে মা জননী