Kishore Kumar Hits

Lincon - Kholakhuli Bolte Gele şarkı sözleri

Sanatçı: Lincon

albüm: Raja Rani Raji


খোলাখুলি বলতে গেলে
পড়ে গেছি তোর কবলে
তলিয়েছে মন ভীষণ রকম অথৈ জলে
খোলাখুলি বলতে গেলে
পড়ে গেছি তোর কবলে
তলিয়েছে মন ভীষণ রকম অথৈ জলে
সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি
এতটা ডুবেছি তোরই তো কারণে
তোকে ভালো বাসতে গিয়ে
খোলাখুলি বলতে গেলে
পড়ে গেছি তোর কবলে
তলিয়েছে মন ভীষণ রকম অথৈ জলে

কপাল গুণে পেয়েছি তোকে সেইসব দিনে
যখন খালি বৃষ্টি ছাড়া ছিল না উপায়
একসাথে চল, পেরিয়ে যাবো জমানো জল
পথের ধারে পা ডুবিয়ে, কোথায় কোথায়
সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি
এতটা ডুবেছি তোরই তো কারণে
তোকে ভালো বাসতে গিয়ে
খোলাখুলি বলতে গেলে
পড়ে গেছি তোর কবলে
তলিয়েছে মন ভীষণ রকম অথৈ জলে
So long as love can breathe
Our heart can sing
So long lives this
And this gives life to thee
You touch my heart when I kiss you

বলা-কওয়া পেরিয়ে গেছে ধরা-ছোঁয়ার
বাইরে এসে ধরা দে তুই চুপটি করে
ও, নিঝুম রাতের জোছনা হয়ে আমার হাতে
পড়ে যায় সে নিজের মতন আমার ঘরে
সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি
এতটা ডুবেছি তোরই তো কারণে
তোকে ভালো বাসতে গিয়ে
খোলাখুলি বলতে গেলে
পড়ে গেছি তোর কবলে
তলিয়েছে মন ভীষণ রকম অথৈ জলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar