কত পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
কত পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
জ্যৈষ্ঠ মাসে মিষ্টি ফল, গাঙ্গে-বিলে নাই রে জল রে
আষাঢ় মাসও যায় রে, বন্ধু, কান্দিতে কান্দিতে
পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
♪
শ্রাবণ মাসে জলের ধারা, পানি থৈ থৈ, পরান হারায় রে
মধুর ভাদ্র যায় বুঝি মোর দেখিতে দেখিতে
পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
♪
ধানের বুকে ভরা ক্ষেত, পানি কড়ি বাঁধে তীরে
ওরে, আশ্বিন মাসও যায় রে, বন্ধু, দেখিতে দেখিতে
পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
♪
কার্তিক মাসে শীতের রেশ, অঘ্রানে সোনালী দেশ রে
পৌষ মাস যায় মোর, বন্ধু, কান্দিতে কান্দিতে
পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
♪
মাঘ মাসে হিমানী বায় ঘুম ঘুম আলিসায় রে
ফাগুন মাসে দ্বিগুণ আগুন দেখি লো জ্বলিতে
পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
♪
চৈত্র আর বৈশাখের শেষ, রঙ-রঙ রঙের আবেশে রে
সারা বছর গেল আমার কান্দিতে কান্দিতে
পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
কত পাষাণ বাইন্ধাছো, বন্ধু, মনেতে
Поcмотреть все песни артиста