Ferdous Wahid - Suronjona şarkı sözleri
Sanatçı:
Ferdous Wahid
albüm: Thikana Bihin Pothe
কেমন আছো সুরঞ্জনা?
আমায় ভুলে গেছো কিনা
কেমন আছো সুরঞ্জনা?
আমায় ভুলে গেছো কিনা
আমি তো ভুলিনি আজও তোমারই কথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
♪
দুঃখ হৃদয়ে বাসা বাঁধে
অশ্রু ঝরে চোখে
ফেরারি প্রেম তবু খুঁজে ফেরে
হারানো সেই তোমাকে
দুঃখ হৃদয়ে বাসা বাঁধে
অশ্রু ঝরে চোখে
ফেরারি প্রেম তবু খুঁজে ফেরে
হারানো সেই তোমাকে
জীবন জুড়ে বসত করে শুধু বিষণ্ণতা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
♪
মিথ্যে হলো যে ভালোবাসা
বুঝেছি সব হারিয়েও
তাইতো একাকি কষ্টগুলো
রাখি আমি লুকিয়ে
মিথ্যে হলো যে ভালোবাসা
বুঝেছি সব হারিয়ে
তাইতো একাকি কষ্টগুলো
রাখি আমি লুকিয়ে
মনের মাঝে নেমে আসে অথৈ নীরবতা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
কেমন আছো সুরঞ্জনা?
আমায় ভুলে গেছো কিনা
কেমন আছো সুরঞ্জনা?
আমায় ভুলে গেছো কিনা
আমি তো ভুলিনি আজও তোমারই কথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri